সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে তুর্য নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলা সদরের দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শিহাব আলীর ছেলে।
প্রতিবেশী সাহেদ খান জয় জানান, তুর্য পরিবারের সকলের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর পুকুরে ভেসে ওঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব