অবৈধ অস্ত্র বহনের দায়ে নাটোরে খোকন আলী ওরফে শাহরিয়া (৩২) নামে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাসানুজ্জামান এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত খোকন আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এবাদত বিশ্বনাথ গ্রামের বকশার হামিদের ছেলে।
নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খন্দকার আব্দুল হাই এই তথ্য জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৭/এনায়েত করিম