কুমিল্লার চৌদ্দগ্রামে দেশি-বিদেশি বেশকিছু অস্ত্র, পাসপোর্ট, মোবাইল সেট ও নগদ টাকাসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের আহসান উল্যাহর পুত্র ফাহাদ উল্যাহ দোলন(২২) ও ঝিকড্ডা গ্রামের আবুল খায়েরের পুত্র সাইফুল হক শাকিল(২৪)।
রবিবার রাতভর ঝিকড্ডা গ্রামের মাদক ব্যবসায়ী ও ডাকাত আবদুর রহমান শাহীনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সোমবার চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি মেহেদী হাসান ও চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল তথ্যটি নিশ্চিত করেছেন।
চৌদ্দগ্রাম থানার এএসআই মিজান জানান, ঝিকড্ডা গ্রামের শাহীনের বাড়িতে অবস্থানরত ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত শাহীন পালিয়ে যায়। তাৎক্ষণিক পুলিশ তার সহযোগী দোলন ও শাকিলকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক শাহীনের ঘরে তল্লাশী চালিয়ে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড কার্তুজসহ দুইটি পাইপগান, দুইটি খেলা পিস্তল, দুইটি রামদা, একটি ছোরা, তিনটি লোহার পাত, একটি ক্যামেরা, একটি কম্পিউটার সিপিইউ, ২৯টি মোবাইল সেট, চারটি পাসপোর্ট, নগদ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আটককৃত দুই ডাকাত ও পলাতক শাহীনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৫ জুন, ২০১৭/ ই জাহান