হবিগঞ্জের রাজনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মিয়া নামের এক বাস হেলপার নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামের শহীদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রাজনগরের একটি গ্যারেজে বাস ধোয়ার জন্য যায় মামুন মিয়া। সেখানে একটি বাসার ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. বজলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৭/এনায়েত করিম