বগুড়ার গাবতলী উপজেলায় দুই পরিবারের কলহের জের ধরে মারপিটে ৮ম শ্রেণির ছাত্র আব্দুস সালাম (১৪) নিহত হয়েছে। সে গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের দড়িপাড়া গ্রামের ফটু মোল্লার ছেলে।
গত রবিবার রাতে প্রতিপক্ষের হামলায় আহত সালাম সোমবার সকালে চিবিৎসাধীন অবস্থায় বগুড়া মেডিকেলে মারা যায়। এঘটনায় পুলিশ মহিলা সহ ৪ জনকে গ্রেফতার করেছে। এরা হলো-মোজাহার (৩৫), রানী বেগম (২৬), খুকী বেগম (৫৫) ও নিলুফার (৩৫)।
বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার জানান, রবিবার সকালে উপজেলার দড়িপাড়া গ্রামে বাঁশের ঝাড় থেকে চারা বাঁশ ভাঙ্গা নিয়ে ফটু মোল্লার ছোট ছেলের সঙ্গে সমবয়সীদের (আত্মীয়) বিরোধ বাঁধে। এটি প্রথমে নারী ও বাড়ির ছোটদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও রাতে গৃহকর্তারা কাজ শেষে বাড়ি ফিরলে তা চরমে আকার ধারন করে। একপর্যায়ে দু’ পক্ষের মধ্যে মারপিট বাঁধে। এসময় ৮ম শ্রেণির ছাত্র আব্দুস সালাম গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে সে মারা যায়। এব্যপারে নিহত সালামের ভাই লিটন মোল্লা বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে গাবতলি থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।