ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী অফিসার রওশন আরা পলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান খান প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা অবিলম্বে স্বপন কুমার দাসের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে বোয়ালমারীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার উপজেলার নিজ কার্যালয় থেকে সন্ধ্যায় ফরিদপুরের গোয়ালচামট বাসভবনের সামনে পৌঁছানোর পর একদল যুবক হকিস্টিক ও রড দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙ্গে দেয়।
এ ব্যাপারে স্বপন কুমার দাস মোবাইল ফোনে বলেন, ‘শিক্ষকদের একটি গ্রুপ ভাড়াটিয়া লোক দিয়ে আমার ওপর হামলা চালাতে পারে বলে আমি ধারনা করছি।’