টেকনাফ স্থলবন্দর শুল্ক বিভাগ সীমান্ত বাণিজ্যের আওতায় ২০১৭ সালের মে মাসে ১১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৭০২ টাকা রাজস্ব আদায় করেছে। যা মাসিক টার্গেটের চেয়ে ৬ কোটি ৪০ লাখ ৮২ হাজার ৭০২ টাকা অতিরিক্ত। মে মাসে মাসিক টার্গেট ধরা হয়েছিলো ৪ কোটি ৬৫ লাখ টাকা।
টেকনাফ স্থলবন্দর শুল্ক ষ্টেশনের কর্মকর্তা এ এস এম মোশারফ হোসাইন জানান, মে মাসে ৩১৫ টি বিল অব ইমর্পোটের মাধ্যমে আমদানিকৃত ৩৯ কোটি ৩৩ লাখ ৪৬৮ টাকার পণ্যের বিনিময়ে ১১ কোটি ৫ লাখ ৮২ হাজার ৭০২ টাকা রাজস্ব আয় হয়। আর এ মাসে ৪৮ টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকা মূল্যমানের পণ্য রপ্তানি করে সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীরা। এ ছাড়া শাহপরীরদ্বীপ গবাধিপশুর করিডোর খাতে ৯৩৪২ টি গরু, ২১৩৪ টি মহিষ ও ২ টি ছাগল আমদানি বাবদ রাজস্ব আয় হয় ৫৭ লাখ সাড়ে ৩৮ হাজার ৪’শ টাকা।