বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহে স্বেচ্ছাসেবী সংগঠন আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে ১০ হাজার গাছ রোপন করার উদ্দেশ্যে সোমবার দুপুরে নগরীর চরপাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনের রাস্তায় ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু কর্মসূচিটি উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হাসান, উপদেষ্টা আসাদুজ্জামান সুমন, সভাপতি রবিউল হাসান বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নূরুল আযম, মতিউর রহমান ফয়সাল, উর্মীলা ভৌমিক, আরাফাত রহমান, মেহিদি হাসান।
অন্যান্যদেন মাঝে আরও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, ঝরা বিস্বাস, মাজাহরুল ইসলাম, ফারদিন হোসেন রমিও, উমর ফারুক, ছারুয়ার হোসেন, ঝলক আহাম্মেদ, রাব্বি, সালমান, রাকিব, তৈকির, অভি, সিফাত, সাগর, বদরুল, ফিরুজ, মোরাদ, রুহিত, অরুন, শিহাব, ওয়ালিদ, রিফাত, সুশময় প্রমুখ।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব