খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা অর্ধ দিবস সড়ক অবরোধ সোমবার বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
অবরোধ চলাকালে রামগড়-খাগড়াছড়ি সড়কের ঢাকা কলোনী ও যৌথ খামার এলাকায় অবরোধকারীরা রাস্তা অবরোধ করে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে এসময় পুলিশ পাল্টা ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে অবরোধকারীরা চত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। অবরোধকারীরা সড়কের উপর গাছ ফেলে সড়কে অবরোধ সৃষ্টি করে।
এসময় ১টি নৈশকোচসহ, ২টি সিএনজি, ও ১টি মাহেন্দ্র, ১টি ট্রাক ভাংচুর করে।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ জানান, সকাল ৮টার দিকে যৌথ খামার ও ঢাকা কলনী এলাকায় গাছ কেটে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ-বিজিবি গিয়ে অবরোধকারীদের চত্রভঙ্গ করে যান চলাচল নিশ্চিত করে।
খাগড়াছড়ি পৌর শহরে অবরোধ চলাকালে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
উল্লেখ্য পাহাড়ী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি নিকেল চাকমা ও সম্পাদক জীবন চাকমাকে আটকের প্রতিবাদে এবং লংগদুতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারের প্রতিবাদে এ অবরোধ কর্মসূচীর ডাক দেয় পাহাড়ী ছাত্র পরিষদ।