স্বাধীন বিচার বিভাগ নামে ফেসবুক গ্রুপ পেজের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে বগুড়ার আদালত। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসান হাবিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭ ধারায় দেওয়া তার আদেশটি মামলা (এফআইআর) হিসেবে রেকর্ড করার জন্য বগুড়ার শিবগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
স্বাধীন বিচার বিভাগ নামে ফেসবুক গ্রুপ পেজ খুলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর তথ্য দেওয়ায় বিচারক সংক্ষুব্ধ হয়ে মামলার আদেশ দিয়েছেন। সোমবার সকাল ১১টায় তাঁর দপ্তর থেকে জারি করা ওই আদেশে অভিযোগটি তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দাখিলের সুবিধার্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদর দপ্তরে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদেশে তিনি লিখেছেন, মামলায় স্বাধীন বিচার বিভাগ নামে ফেসবুক গ্রুপের অ্যাডমিনসহ উক্ত পোস্টে মিথ্যা অশ্লীল ও মানহানিকর তথ্য আদান-প্রদানকারী ব্যক্তিগণকে তদন্তপূর্বক চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্বাধীন বিচার বিভাগ নামে একটি ফেসবুক গ্রুপ পেজ খুলে এবং সেখানে প্রধান বিচারপতি সুরেন্দ্র নাথ সিনহার ছবি ব্যবহার করে প্রধান বিচারপতি এবং প্রাতিষ্ঠানিক ভাবে জুডিশিয়াল বিভাগ সম্পর্কে কুৎসা রটনা, হেয় প্রতিপন্ন করা এবং উষ্কানীমুলক বক্তব্য প্রচার করায় বিচারক মামলা করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও সিনিয়র এএসপির নীচে নয় এমন একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সিআইডি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়ে ৬ জুলাইয়ের মধ্যেই তার আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে মর্মে নির্দেশনাও দেয়া হয়েছে।
এ্যাডভোকেট বিনয় কুমার দাস বিশু জানান, স্বাধীন বিচার বিভাগ নামে ফেসবুক গ্রুপ পেজ খুলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবি ব্যবহার করে কুৎসা রটানো, মিথ্যা ও মানহানিকর তথ্য দেওয়ায় বিচারক সংক্ষুব্ধ হয়ে মামলার আদেশ দিয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ জানান, এখনো নির্দেশটি হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণ করা হবে।