বরিশালের আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামে স্বামী ও ছেলেদের নির্যাতনের মুখে যোগমায়া সোম (৬৫) নামে এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
গত রবিবার বিষপানে মারা যায় সে। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের নারায়ণ সোমের তিন ছেলের মধ্যে সঞ্জীব ও সঞ্জয় কারণে-অকারণে তার মা যোগমায়া সোমের উপর প্রায়ই শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। ছেলেদের সাথে নির্যাতনে যোগ দিতেন স্বামী নারায়নও। সব শেষ গত শনিবার রাতেও যোগমায়াকে শারীরিক নির্যাতন করে ছেলেরা। ছেলেদের উপর রাগে-ক্ষোভে গত রোববার বিষ পান করে সে। বিষ পানের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আগৈলঝাড়া থানার এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তার থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।