মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় প্রায় ৮শ মেট্টিক টন সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে তলা ফেটে সোমবার ভোরে কার্গো জাহাজটি নদীতে ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বন্দর চ্যানেলে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টায়ও কোন তৎপরতা শুরু করেনি মালিক বা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দরের হারবার বিভাগ বলছে জাহাজটি মুল চ্যানেলের বাইরে ডুবেছে। এতে চ্যানেল ঝুঁকিমুক্ত ও নিরাপদ রয়েছে। মোংলা বন্দরের পশুর চ্যানেলে ডুবন্ত জাহাজটিতে মার্কিং স্থাপন করা হয়েছে। যাতে করে কোন জাহাজ ওই ডুবন্ত জাহাজটির উপর উঠে দুর্ঘটনার শিকার না হয়। তবে, সিমেন্ট তৈরীর ৮শ মেট্টিক টন স্লাগ-বাল্ক বোঝাই কার্গো জাহাজ সুন্দরবনের পশুর চ্যানেলে ডুবির ঘটনায় বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ) এই বাদাবনটির জীববৈচিত্র্য কি পরিমান ক্ষতির সম্মুখিন হয়েছে তা নিরুপনে কাজ শুরু করেছে সুন্দরবন বিভাগ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের হাড়বাড়িয়ার ৪ নম্বর এ্যাংকোরেজে অবস্থানরত এম,ভি ‘আতিকিএসবি’ নামক বিদেশী জাহাজ থেকে প্রায় ৮শ মে: টন স্লাগ-বাল্ক (সিমেন্ট তৈরির কাজে জাহাজে আমদানীকৃত পণ্য) বোঝাই করে কার্গো জাহাজ ‘এমভি সেবা’ সোমবার ভোরে ছেড়ে যাওয়ার সময় বিদেশী ওই জাহাজের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় কার্গো জাহাজটির তলা ফেলে গেলে কার্গো জাহাজের মাস্টার নজরুল ইসলাম জাহাজটি দ্রুত চালিয়ে মুল চ্যানেলের বাইরে চরের দিকে চালাতে থাকে। চরের কাছাকাছি যেতেই জাহাজটি পুরোপুরি নদীতে নিমজ্জিত হয়।
কার্গো জাহাজের মাস্টার নজরুল ইসলাম বলেন, খুলনার রুপসাস্থ শুনসিং সিমেন্ট ফ্যাক্টরীর জন্য ৮শ মে: টন স্লাগ নিয়ে সোমবার ভোরে বিদেশী জাহাজটির গাঘেষে যাওয়ার সময় কার্গো জাহাজটি পানির প্রচন্ড স্রোতের টানে বিদেশী জাহাজের সাথে কার্গোর ধাক্কা লাগে। এতে সঙ্গে সঙ্গে কার্গোটির তলা ফেলে যায়। দ্রুত জাহাজটি চরের দিকে চালিয়ে নিয়ে যাবার চেষ্টা চালাই। চরের কাছাকাছি যাওয়ার আগেই আমাদের কার্গো জাহাজটি পুরোপুরি নদীতে ডুবে যায়। ওই জাহাজে আমিসহ থাকা ৯ জন ষ্টাফ সাতরিয়ে পার্শ্ববর্তী অপর আরেকটি কার্গোতে আশ্রয় নিই। পরে মালিক পক্ষ খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডুবরিদের দিয়ে ডুবন্ত জাহাজটিতে মার্কিং স্থাপন করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ বলেন, কার্গো জাহাজটি মুল চ্যানেলের বাইরে ডুবেছে, ফলে চ্যানেল ঝুঁকিমুক্ত, সচল ও নিরাপদ রয়েছে। ইতিমধ্যে কার্গো জাহাজ মালিককে দ্রুত জাহাজটি উদ্ধারের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তবে, পশুর চ্যানেলে ডুবন্ত জাহাজটিতে মার্কিং স্থাপন করা হয়েছে। যাতে করে ওই ডুবন্ত জাহাজটির উপর অন্য কোন জাহাজ উঠে দূর্ঘটনার শিকার না হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, সুন্দরবনের পশুর চ্যানেলে সিমেন্ট তৈরীর ৮শ মেট্টিক টন স্লাগ-বাল্ক বোঝাই কার্গো জাহাজ ডুবির খবর পেয়ে সকালে চাদঁপাই রেঞ্জের এসিএফ মেহেদীজ্জান দুর্ঘটনাস্থলে পৌঁছে সুন্দরবনের জীববৈচিত্র্য কি পরিমান ক্ষতির সম্মুখিন হয়েছে তা নিরুপনে প্রাথমিক কাজ শুরু করেন। সিমেন্ট তৈরীর কাঁচামাল স্লাগ-বাল্ক দুর্ঘটনাস্থলের পানি কি পরিমান মিশেছে তা জানতে ওই স্থানের পানি সংগ্রহ করা হয়েছে। সুন্দরবন বিভাগ সার্বিক অবস্থার উপর নজর রাখছে।
শিরোনাম
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
- ‘নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়’
- আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার
- চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
- মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
- স্কুলছাত্র-পর্যটক-রিসোর্টে মাদক সরবরাহকারী আটক
- ৫০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ
- আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস
- প্রাক্তন স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ
- অনলাইনে ১৭ লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল
পশুর চ্যানেলে কার্গো ডুবি, ১২ ঘণ্টায়ও শুরু হয়নি উদ্ধার কাজ
শেখ আহসানুল করিম, বাগেরহাট :
অনলাইন ভার্সন

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর