পটুয়াখালীর রাঙ্গাঁবালীতে আকস্মিক বজ্রপাতে অহিদুল মোল্লা (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা ৭টার দিকে সাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। অহিদুল মোল্লা ওই গ্রামের আকবর মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, মাঠে চরানো গরু নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের কবলে পরে প্রাণ হারান অহিদুল।
রাঙ্গাঁবালী থানার ওসি সামশুল আরেফিন জানান, উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের সাজির হাওলা গ্রামের বাড়ীতে অহিদুল গরু নিয়ে ফিরছিলেন। পথে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে গরুগুলো অক্ষত রয়েছে।
বিডি প্রতিদিন/৫ মে ২০১৭/হিমেল