মেহেরপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সিরাতুল ইসলাম (৩৮) নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নূরপুর মোড়ে এ বন্দুকযুদ্ধ হয়। এসময় আহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, চার রাউন্ড বন্দুকের গুলি, চারটি হাতবোমা ও দু’টি দেশীয় রাম দা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল হোসেন।
বিডি প্রতিদিন/৬ মে ২০১৭/হিমেল