নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার এলাকায় ট্রাক চাপায় মো. ইব্রাহিম খলিল (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম খলিল নোয়াখালীর হাতিয়া উপজেলার ফিরোজিয়া গ্রামের আমিনুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে চৌমুহনীর দিকে আসছিলেন ইব্রাহিম। এসময় তিনি আমিনবাজার এলাকায় পৌঁছালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ইব্রাহিমের মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।