পাহাড়ি ও বাঙালিদের শান্তি সম্প্রীতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বুধবার দুপুর ১২টার দিকে রাঙামাটি লংগদু উপজেলায় সহিংস ঘটনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।
নাসিম বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের মাধ্যমে ঘরবাড়ি নির্মাণসহ সব রকম সাহায্য সহযোগিতা করা হবে। তিনি প্রশাসনের উপর আস্থা রেখে সবাইকে এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী লংগদুরের সহিংসতার বিষয়টি খোঁজখবর রাখছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীকে এ বিষয়টি অবগত করবো।
এসময় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে আলম বাদশা এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার ও রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান. রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বরসহ ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ আগে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম লংগদু উপজেলার ক্ষতিগ্রস্ত পাহাড়ি গ্রাম ঘুড়ে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/এনায়েত করিম