ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টায় সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, আ’লীগ নেতা তোফাজ্জল হোসেন দুলু, এ্যাড. আব্দুল মতিন, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, এ্যাড. জাকির হোসেন নবাব, এস এম শাজাহান, মাশরাফী হিরো ,আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী,আবুল কাসেম ফকির, আলমগীর বাদশা, ডালিয়া নাসরিন রিক্তা, মুনজুরুল হক মনজু, নাইমুর রাজ্জাক তিতাস, শহিদুল ইসলাম বাপ্পী, সামছুল হক মাস্টার, আব্দুর রউফ, মশিউর রহমান মন্টি, বিলাশি রানী, শিল্পী খাতুন প্রমূখ।
এর আগে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।