বগুড়ার দুপচাঁচিয়ায় অনুমোদনবিহীন সেমাই কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে ৫ হাজার কেজি লাচ্ছা সেমাই জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একই সাথে কারখানা মালিকের ২৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়।
বুধবার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের বোরাই এলাকায় সোহেল রানা তালুকদারের মালিকানাধীন অনুমোদনবিহীন নিউ বনফুল লাচ্ছা সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালানা করেন এই লাচ্ছা সেমাই জব্দ করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ।
জানা যায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ, রাজশাহী বিএসটিআইয়ের ফিল্ড সুপারভাইজার দেবব্রত বিশ্বাসসহ থানার এসআই আইউব হোসেন, এএসআই মিজানুর রহমান মিজান একদল পুলিশ ওই লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালান। এ সময় এই কারখানায় বিএসটিআইয়ের অনুমোদনবিহীন অবৈধভাবে স্টান্ডার্ট মার্কিং ব্যবহার করা নিউ বনফুল লাচ্ছা পাওয়া যায়। পরে ৪০ বস্তা লাচ্ছা সেমাই আটক করেন। ওই ৪০ বস্তায় ২শ' গ্রাম করে প্রতি নিউ বনফুল লেবেলের প্যাকেটে রাখা মোট ১০ হাজার প্যাকেট নিউ বনফুল নামের লাচ্ছা সেমাই ছিল। একই সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত ১৪০ খাঁচা, যার প্রতিটিতে ২০ কেজি করে রাখা লাচ্ছা সেমাই জব্দ করে। সব মিলিয়ে প্রায় ৫ হাজার কেজি সেমাই জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পাইকারি হিসেবে ৫ লক্ষ টাকা।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ জানান, কারখানার মালিক সোহেল রানা তালুকদারের ২৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পরে জব্দকৃত প্রায় ৫ হাজার কেজি লাচ্ছা সেমাই উপজেলা ধাপহাট সংলগ্ন নাগর নদীর পাড়ে আগুনে ভূস্মিভূত করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৭/মাহবুব