বাগেরহাটের মোরেলগঞ্জে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগ যুবলীগ, পুলিশ ও নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বুধবার বেলা ১টার দিকে চিংড়াখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ব্যাপক সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।
একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে যুবলীগ নেতা সোহেল খান ও শামীম হাওলাদেরর অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে থানা পুলিশ ও স্থনীয়রা জানিয়েছেন। এ সময় ইউনিয়ন পরিষদের মেকানিক্যাল ও ডিজিটাল তথ্য সেবা কক্ষের দুটি জানালাও ভাংচুর করা হয়।
দু’দফা সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন ইউপ সদস্য বেলায়েত হোসেন মোল্লা, তানিয়া বেগম শিল্পী, হাফিজা বেগম, আনজিরা বেগম, যুবলীগ নেতা কবির খান, হালিম গাজী, শিমুল হাওলাদার, আব্দুল জলিল খান, মান্নান হাওলাদার, আরমান দিহিদার, নজরুল দিহিদার, শামীম হাওলাদার, আওয়ামী লীগ নেতা মালেক হাওলাদার, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল খান, গ্রাম পুলিশ আবু বকর, শফিকুল খান ও পোলেরহাট ফাড়ির আইস এইআই মাসুদ রানা।
আহতদেরকে মোরেলগঞ্জ, সাইনবোর্ড ও পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম যুবলীগ নেতা কবির খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও শামীম হাওলাদারকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৭/মাহবুব