ময়মনসিংহে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ সন্ত্রাসী টেক্কা নজরুলকে আটক করেছে র্যাব-১৪। আজ বুধবার দুপুরে নগরীর বালুঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ র্যাব- ১৪’র লে. কমান্ডার ইফতেখারুল ইসলাম।
র্যাব সূত্র জানায়, দীর্ঘদিন যাবত এলাকায় মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করে আসছিলেন টেক্কা নজরুল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/এনায়েত করিম