জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বগুড়া শহরের একটি মিলনায়তনে জেলা শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা নাজমুল হুদা পপন, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল হামিদ মিটুল, এসএম রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, শ্রমিকদল নেতা মোশারফ হোসেন স্বপন, সাইদুল কবির, লিটন শেখ বাঘা, নাজমা আক্তার, মাসুদ রানা মাসুদ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।