মুন্সীগঞ্জ সদরে কাওসার হালদার (২৩) নামে এক যুবক বুধবার রাতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন। নিহত কাওসার সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামের আলাউদ্দিন হালদারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মঞ্জুর মোর্শেদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই এমদাদ গংয়ের কিরিচের আঘাতে গুরুতর আহত হন কাওসার। স্বজনরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে রাতে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের সুরতহাল করেছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার