চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওল্টু নামে এক দুর্বৃত্ত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ চার রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। উপজেলার খাসকররা গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ওল্টু খাসকররা গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে। ওল্টুর নামে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে বলে জানা যায়।
ঝিনাইদহ র্যাবের -৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ জানান, একদল দুর্বৃত্ত র্যাবের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় দুর্বৃত্ত ওল্টু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার