নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ১১ শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বুধবার রাতের বিভিন্ন সময়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা. আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালে ভর্তি হওয়া এনএস কলেজের ১১ শিক্ষার্থীসহ মোট ২৭ জন ছাত্র শহরের বড়গাছা এলাকার স্বজন ছাত্রাবাসে থাকেন। মঙ্গলবার শেষ রাতে সাহরি খাওয়ার পর দুপুর থেকে তারা অসুস্থতা অনুভব করেন। তাদের জ্বর ও মাথাব্যাথার সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়।
নাটোর এনএস কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ফরহাদ হোসেন জানান, কী কারণে খাদ্যে বিষক্রিয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার