রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কদম আলী ওরফে করম (৩৫) নামে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর দোলন্দী গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত করম গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা গ্রামের মৃত কুব্বাত হোসেনের ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন লাল পতাকা বাহিনীর রাজবাড়ী অঞ্চলের কামান্ডার ছিলেন করম। বুধবার বিকেলে তাকে ঢাকার হেমায়েতপুর থেকে আটক করা হয়। এরপর তাকে গোয়ালন্দঘাট থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি জানান ছোট ভাকলা ইউনিয়নের চর দোলন্দী গ্রামের আমজাদ হোসেনের পরিত্যাক্ত ভিটায় তার অবৈধ আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে। পরে রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দঘাট থানার পুলিশের সহযোগিতায় তাকে নিয়ে ওই ভিটায় অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়া হয়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা করমের দলের অন্যান্য সদস্যরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে গোলাগুলির মধ্যে পড়ে করম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, করমের বিরুদ্ধে তিনটি হত্যা, একটি অস্ত্র ও একটি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক ও ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৭/মাহবুব