সিরাজগঞ্জের কাজিপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহিন (২৪) নামে এক যুবক খুন হয়েছেন। পেশায় কৃষক শাহিন উপজেলার গান্দাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামের লোকমান আলী সেখের ছেলে।
কাজিপুর থানার উপ-পরিদর্শক আসলাম উদ্দিন বিশ্বাস জানান, পারিবারিক বিষয় নিয়ে শাহিনের মামা আব্দুস সালামের সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে দ্বন্ধ চলে আসছিল।
এরই জের ধরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাহিন ও তার মামা নিজ বাড়ির আঙ্গিনায় বসে থাকা অবস্থায় সালামের শ্বশুর বাড়ির লোকজনরা সেখানে হামলা চালিয়ে শাহিনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৭/মাহবুব