ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে এক জামায়াত কর্মীসহ ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।
তিনি বলেন- নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ২৯ জন, শৈলকুপা থেকে ৭ জন, মহেশপুর থেকে ১১ জন, কালীগঞ্জ থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে আট জন, ঝিনাইদহ ডিবি পুলিশ দুই জনকে ও কোটচাঁদপুর উপজেলা থেকে এক জামায়াত কর্মীসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান আজবাহার আলী শেখ।
বিডি প্রতিদিন/৮ জুন ২০১৭/এনায়েত করিম