জমি সংক্রান্ত বিরোধে ময়মনসিংয়ের মুক্তাগাছা উপজেলার বিজয়পুর গ্রামে সংঘর্ষে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে এ সংঘর্ষে গুরুতর আহত হয়ে বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
নিহতরা হলেন-ময়মনসিংয়ের মুক্তাগাছা উপজেলার বিজয়পুর গ্রামের ময়েজ ও নজরুল। তারা মামাতো-ফুফাতো ভাই।
এলাকাবাসীরা জানান, নজরুল ও ময়েজ উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ সকালে বিরোধপূর্ণ জমিতে নজরুল ঘর তৈরি করতে গেলে এ সংঘর্ষ বাধে। সংঘর্ঘে ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ময়েজ ও নজরুল মারা যান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৮ জুন ২০১৭/এনায়েত করিম