কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজা ও ১শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাট আবদুল কাইয়ুমকে আটক করেছে পুলিশ।
আটক কাইয়ুম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মৃত অহিদুর রহমান অধুর পুত্র। বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এএসআই হিরণ কুমার দে জানান, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ১শ' পিস ইয়াবাসহ মাদক সম্রাট আবদুল কাইয়ুমকে(৩৮) আটক করা হয়।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৭/মাহবুব