বগুড়ার শেরপুর থানা পুলিশের কনস্টেবল আব্দুল গফুর (৫৫) ফ্যানের সঙ্গে শাড়ি লাগিয়ে গলায় ফাঁস আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার নিজ কক্ষে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে জানান, পৌরশহরের উলিপুর পাড়ায় পুলিশ কনস্টেবল মনছুর রহমানের বাড়িতে কনস্টেবল আব্দুল গফুর ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবার অজান্তে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, সম্প্রতিকালে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সে কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৭/মাহবুব