কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পিকআপ ভ্যান ও বিকল ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বালিবাড়ি গ্রামের মো. সালাউদ্দিন (২৫) ও ভোষণা গ্রামের মোহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন আবুল (৩৭)। নিহতরা পিকআপ ভ্যানের যাত্রী।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু তাহের জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ব্যবসায়ী সালাহ উদ্দিন ও তার দোকানের কর্মচারী তোফাজ্জল হোসেন মারা যান। সকালে যানবাহন দুটি হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে।
বিডি প্রতিদিন/৮ জুন ২০১৭/এনায়েত করিম