কুড়িগ্রামের ৮টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ও মাদক মামলার ২৫ জনকে অাটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে অাটকদের অাদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার দিনগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের অাটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছে, কুড়িগ্রাম সদর ৫, রাজারহাট ৫, উলিপুর ২, নাগেশ্বরী ২, ভুরুঙ্গামারী ৩, চিলমারী ২, রাজিবপুর ৫ ও কচাকাটা থানার একজন।
নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত মামলা, পলাতক অাসামিসহ বিভিন্ন মাদক মামলায় এই ২৫ জনকে অাটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল অালম।
বিডি প্রতিদিন/৮ জুন ২০১৭/এনায়েত করিম