নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিশ্বে যদি মিথ্যাচারের কোনো প্রতিযোগিতা হয়, তাহলে খালেদা জিয়া হবেন বিশ্ব চ্যাম্পিয়ন। বিএনপি নেত্রীর শিক্ষা নেই, রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, নেই কোনো প্রশিক্ষণ। তার রয়েছে কেবল মিথ্যাচারের অভিজ্ঞতা। তিনি শুধু মিথ্যাচার করে বেড়াচ্ছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
নৌ-পরিবহন মন্ত্রী আরও বলেন, ঈদে যাত্রীদের সড়ক ও নৌপথে যাতায়াতে কোনো সমস্যা হবে না। যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। যাত্রীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এবং নৌযানগুলো নিরাপদে চলাচল করতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের সকল নৌপথ নিরাপদ রাখতে দক্ষিণাঞ্চলের লঞ্চঘাটগুলো পরিদর্শন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৮ জুন, ২০১৭/ফারজানা