ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে বিএনপির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি কেকে গ্রুপের চেয়ারম্যান কাজী খায়রুজ্জামান শিপন দলটির পক্ষে বস্ত্র বিতরণ করেন।
শফিজদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানেকেকে গ্রুপের এমডি সাহারুন জামান নিপা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক খানকেরামত আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন জোমাদ্দার, মহিলা দল সভানেত্রী সাবিনা ইয়াসমিন টুলু, শরণখোলা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম এনায়েতসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, বিকেল ৫টায় লঞ্চঘাট মসজিদ মাঠে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে ইফতার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৮ জুন, ২০১৭/ওয়াসিফ