বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলের প্রসুতি বিভাগ থেকে চুরি হওয়া নবজাতক (তাসকিন আকন) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে র্যাব। শিশুটি চুরির সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পত্তি সহ ৩ জনকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাত থেকে আজ ভোর রাত পর্যন্ত র্যাব-৮ এর একটি বিশেষদল এই অভিযান চালায়। আজ দুপুরে উদ্ধারকৃত নবজাতককে তার বাবা-মায়ের কাছেফিরিয়ে দেয়া হয়।
আটককৃতরা হলেন, বরগুনার আমতলীর নলবুনিয়া গ্রামের রিনা বেগম ও তার স্বামী মো. সোলায়মান হোসেন এবং রিনার মা একই গ্রামের ইউনুচ হাওলাদারের স্ত্রী হাওয়া বিবি।
এ ব্যাপারে আজ সকাল সাড়ে ১১টায় নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল আনোয়ার উজ জামান জানান, গত পহেলা জুন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খোরকী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ছালমা বেগম শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। ৪ জুন ভোরে প্রসূতি ওয়ার্ডে সালমার পাশের শয্যায় থাকা রিনা বেগমসহ অন্যান্যরা নবজাতক তাসকিনকে নিয়ে সু-কৌশলে পালিয়ে যায়। বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও শিশুটিকে না পেয়ে তার বাবা আনোয়ার হোসেন ঐদিনই কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের এবং পরদিন ৫ জুন র্যাব-৮’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এরপর নবজাতককে খুঁজে পেতে বিশেষ অভিযান শুরু করে র্যাব। সহকারী পরিচালক মো. হাসান আলীর নেতৃত্বে র্যাবের বিশেষ দলটি গতকাল বুধবার রাতে তালতলীর নলবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে রিনার মা হাওয়া বিবিকে আটক করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হাসপাতাল থেকে শিশু চুরির কথা স্বীকার করেন। এরপর তাকে সাথে নিয়ে ওই রাতেই র্যাবের দলটি নারায়ণগঞ্জর ফতুল্লায়রিনা বেগমের ভাড়া বাসায় অভিযান চালায়। গতকাল ভোররাতে রিনা বেগমের ভাড়া বাসা থেকে চুরি হওয়া শিশু তাসকিনকে উদ্ধার এবং রিনা ও তার স্বামী সোলায়মানকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে র্যাব আটক ৩ জনকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ কমান্ডিং অফিসার।
বিডি-প্রতিদিন/৮ জুন, ২০১৭/ওয়াসিফ