ঈদে নৌ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ বরিশাল নদী বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান এমপি। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদ-উল ফিতরে নৌ রুটের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, যাত্রীদের সেবায় পর্যাপ্ত সংখ্যক লঞ্চ চলাচলের ব্যবস্থা করেছে সরকার।
এসময় মন্ত্রী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি লঞ্চে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। এর আগে, মন্ত্রী বরিশাল নদী বন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এম. মোজাম্মেল হক ও লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৮ জুন, ২০১৭/ওয়াসিফ