ময়মনসিংহের ভালুকা মডেল অফিসার ইনচার্জ মামুন অর-রশিদের সাথে পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ফায়ার সার্ভিস মোড়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ডারের কমিশনার সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি মামুন অর-রশিদ।
গত মঙ্গলবার রাতে ওই এলাকায় অবৈধ সম্পর্ক গড়ার প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক গৃহবধূ ও তার মেয়েকে অ্যাসিডে ঝলসে দেওয়ার বিষয়সহ মাদক ও জঙ্গিবাদ নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন ওসি। এসময় সংরক্ষিত মহিলা অসনের কাউন্সিলর সীমা আক্তার, এস আই হারুন অর রশিদ, আব্দুস সালাম, সমাজ সেবক আব্দুল আইয়ুব, ছাত্রলীগ নেতা শাওন শরিফ, জাকির হাসান অপুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।