দেশের সর্ববৃহৎ আমবাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গত ৩ দিন ধরে অচলাবস্থার পর আজ থেকে আবারো শুরু হয়েছে আম কেনা-বেচা। এর আগে, আমের ওজন নিয়ে জেলা প্রশাসনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বেচা-কেনা বন্ধ করে দিয়েছিল কানসাটের আড়তদার ও আম ব্যবসায়ীরা। এতে চরম বিপাকে পড়েছিল শিবগঞ্জ উপজেলার আম চাষীরা।
সমস্যা সমাধানে গত মঙ্গলবার কানসাটের আমব্যবসায়ী ও আড়তদারদের সাথে জেলা ও উপজেলা প্রশাসন আলোচনায় বসেন। এরআগে কানসাট ইউনিয়ন পরিষদেও উভয়পক্ষকে নিয়ে কয়েকদফা বৈঠক হয় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল ইসলামের সাথে। তবুও কোন সমাধানে আসতে পারেননি স্থানীয় আম ব্যবসায়ী ও আড়তদারগণ। অবশেষে গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি মোহা: গোলাম রাব্বানীর একান্ত প্রচেষ্টায় উভয় পক্ষকে নিয়ে কানসাট শেখ রাসেল মিলনায়তনে আলোচনায় বসা হয়। পরে এমপির অনুরোধে স্থানীয় আম ব্যবসায়ী ও আড়তদাররা আজ থেকে আম বেচা-কেনা শুরু করবে বলে উভয়পক্ষ এমপিকে আশ্বস্ত করেন।
সভায় সিদ্ধান্ত মোতাবেক আড়ৎদারকে ৪৫ কেজিতে মণ হিসাবে আম দিবেন বাগান মালিক ও চাষীরা, সাথে একটা আম সলা (অতিরিক্ত) দিতে হবে। ডিজিটাল পদ্ধতিতে আমের ওজন হবে এবং কোন কমিশন দেয়া লাগবে না। ফলপ্রসূ এ সভায় স্থানীয় এমপি ও আম ব্যবসায়ী এবং আড়তদার নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, আম সমিতির সদস্য নজরুল ইসলামসহ বেশকয়েক জন।
এর আগে কানসাট আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক কাজী এমদাদুল হক জানান, যুগ যুগ ধরে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের পাইকারী বাজারে ৪৫ কেজিতে মণ হিসেবে আম বেচা-কেনা হয়ে আসছে। অথচ দীর্ঘদিনের এই প্রথাকে ভেঙ্গে এবার জেলা প্রশাসন ৪০ কেজিতে মণ ধরে আম বিক্রির সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। তিনি বলেন, পণ্য ক্রেতা-বিক্রেতার সমঝোতার মাধ্যমে কাঁচাপণ্যের জন্যই মণে ৪/৫ কেজি বেশী দেয়া ও নেয়ার প্রথাসব জায়গায় রয়েছে। অথচ, জেলা প্রশাসন তা আমলে না নিয়ে ৪০ কেজিতে মণহিসাবে আম ক্রয় ঘোষণা দেয়ায় জটিলতা দেখা দেয় আমের বাণিজ্যিক ক্ষেত্রে। তাই বাধ্য হয়ে আড়তদার ও আম ব্যবসায়ীরা আম কেনা বন্ধ করে দেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিষমুক্ত আম উৎপাদনের জন্য এই বছর সভা করে 'আম ক্যালেন্ডার' প্রণয়ন করা হয়েছিল। ওই সভায় জেলায় আম বেচা-কেনার জন্য আলোচনার মাধ্যমে ৪০ কেজিতে মণ এবং ডিজিটাল মেশিনে আম ওজনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিডি-প্রতিদিন/৮ জুন, ২০১৭/ওয়াসিফ