সুন্দরবনের হাড়বাড়িয়ায় মোংলা বন্দর চ্যানেলে বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যাওয়ার ৩ দিন পর আজ সিমেন্টের কাঁচামাল বোঝাই কার্গো জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার অভিযানে স্থানীয় মেসার্স খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’র ২০ সদস্যের একটি ডুবরি দল ডুবন্ত জাহাজটি উত্তোলনে কাজ শুরু করেছেন।
কার্গো জাহাজের মাস্টার নজরুল ইসলাম জানান, কার্গো উদ্ধারে বৃহস্পতিবার সকালে থেকে কাজ শুরু হয়েছে। মোংলার কুমারখালী এলাকার একটি স্যালভেজ টিম এ কাজ করছে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে জাহাজটি উত্তোলন করা সম্ভব হবে।
মের্সাস খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’র মালিক আবুল কালাম জানান, চুক্তির ভিত্তিতে আমরা জাহাজটি উত্তোলনের কাজ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে থেকে উদ্ধার কাজ শুরু করেছি। প্রথমে জাহাজের ভিতরের মালামাল অপসারণ করা হচ্ছে। এরপর জাহাজটি উত্তোলনের কাজ শুরু করা হবে। জাহাজটি উত্তোলনের জন্য চট্টগ্রাম থেকে দুই বার্জ ও ক্রেন ভাড়া করা হয়েছে। এ বার্জ ও সরঞ্জামাদি ঘটনাস্থলে এসে পৌছাতে আরো ৪/৫দিন সময় লাগবে। তবে আগামী ১০-১২ দিনের মধ্যে আমরা জাহাজটি উদ্ধার করতে পারবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার