পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ সুরক্ষা খাদ্যে ভেজাল প্রতিরোধ ও সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পটুয়াখালী জেলা তথ্য অফিস এ আলোচনা সভার আয়োজন করে।
জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু প্রমুখ। পরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে । এ সময় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার