মুন্সীগঞ্জে সিটিজিন জার্নালিজম নিয়ে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে ইউএনডেসার সিনিয়র এক্সিকিউটিভ এডভাইজার রিচার্ড কালভি ও জাতীসংঘের গভর্মেন্ট অ্যাডমিনিষ্ট্রার অফিসার ওয়াই মিন কক’এর উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিটিজেন জার্নালিজম মুন্সীগঞ্জ পক্ষ থেকে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা ও তথ্য উপাতাত তুলে ধরা হয়। যার মধ্যে অধিকতর গুরুত্ব পায় ’হ্যালো ডিসি’ অ্যাপস প্রোজেক্টরের মাধ্যমে হ্যালো ডিসি অ্যাপসের মুল প্রতিপাদ্য তুলে ধরে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির আহমেদ।
ইউনাইটেড ডিপার্টমেন্ট অব ইকোনমিক এন্ড সোস্যাল এ্যাফেয়ার্স এর উর্ধ্বতন কর্মকর্তা রিচার্ডকালভি হ্যালো ডিসি এ্যাপসের বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্রতিটি বিষয়ের উপর ব্যাখ্যা তুলে ধরেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ সময় জেলা প্রশাসকের নেয়া সবুজে সাজাই মুন্সীগঞ্জ,খাল খনন, বয়স্কদের জন্য পার্ক,গণসদনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনায় অংশ নেন মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, এ্যাডভোকেট লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, কোষাধ্যক্ষ সেতু ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন দেওয়ান,শিহাবুল হাসান শিহাব,মো: মামুন,সাজ্জাদ হোসেন প্রমুখ। হ্যালো ডিসি অ্যাপসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসীস উদ্দীন দেওয়ান, ক্রীড়া সম্পাদক শিহাবুল হাসান, সাংবাদিক আল মামুন, সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসনক (রাজস্ব)ফজলে আজিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি )হারুনুর রশীদ। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দীন সুমন, সাংবাদিক আলী আকবর, আব্দুল সালাম প্রমুখ।
জেলা প্রশাসক সায়লা ফারজানা এই অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসনের নেয়া প্রযুক্তিগত উন্নয়ন এ সভার উপন্থিত সকলকে অবহিত করেন। সায়লা ফারজানা বলেন হ্যালো ডিসি অ্যাপস ব্যবহারে জনগণের সাথে জেলা প্রশাসকের যোগাযোগ সহজ হবে। এই অ্যাপসের গুরুত্ব সকলের কাছে পৌঁছে দেবার কৌশলগত বিষয় নিয়েও নানাবিধ আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার