নীলফামারী পৌরসভার ২০১৭- ১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৬৫ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকার উদ্বৃত্ত ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। বাজেটে ৬৫ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকার ব্যয় নির্ধারণ করে ১৯ লাখ ৪৩ হাজার ১৯৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়।
বাজেট ঘোষণা শেষে জনগণের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ পৌর পরিষদের সদস্যরা। অনুষ্ঠানটি ক্যাবল নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করার কারণে মুঠোফোনে পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করেন নাগরিকরা।
এসময় বেশিরভাগ নাগরিক শহরে মাদকের বিস্তার, রাস্তা, পানি নিস্কাশন, ডাষ্টবিনের স্বল্পতা, অপ্রতুল সড়ক বাতি, মশা মাছির উপদ্রবসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।
শেষে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, মাদক এবং জঙ্গিবাদ আমাদের উন্নয়নের বড় বাধা, আমাদের সম্মিলিতভাবে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। শহরকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার