নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেনকী ফান্দা গ্রামের কাঁটাতারের বাইরে থেকে হাতিটি উদ্ধার করা হয়। তবে হাতি মৃত্যুর কারণ জানা যায়নি।
বনবিভাগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয়রা মেনকী ফান্দা গ্রামের কাঁটাতারের বাইরে একটি হাতি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এরপর বিকেলে পুলিশ, বনবিভাগ ও প্রাণী সম্পদ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির ময়নাতদন্ত সম্পন্ন করে।
বনবিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বাংলাদেশ-ভারত সীমানার ১১৬২নং পিলারের প্রায় ৬০ গজের মধ্যে হাতিটি পড়ে ছিল। হাতির ময়নাতদন্ত করা হয়েছে। হাতিটিকে সরানো সম্ভব হচ্ছে না। ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেয়া হবে। কি কারণে হাতিটি মারা গেছে তা বলা যাচ্ছে না। তবে হাতির পেটে বেশ পুরাতন একটি দাগ রয়েছে।
এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক জানান, হাতিটি বৃদ্ধ। তার উপর হয়তো কোনো বন্যপ্রাণী আক্রমণ করে থাকতে পারে। যেহেতু এটি বনের হাতি তাই পুরো দায়িত্ব বনবিভাগের। তবে আমাদের প্রাণী সম্পদ অধিদফতরের উদ্যোগে ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই হয়তো এর সঠিক কারণ জানা যাবে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন বিভাগ এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছে।
বিডি প্রতিদিন/০৯ জুন ২০১৭/আরাফাত