চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা হাটপাড়ায় মো. আলামিন (১২) নামের এক শিশুকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আলামিন চিৎলা হাটপাড়ার আজিবার রহমানের ছেলে। এ ঘটনায় শিশুর মা হাসিনা খাতুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, চিৎলা পশ্চিমপাড়ার মৃত মাদার বক্সের ছেলে বাকপ্রতিবন্ধী জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ইব্রাহিম হোসেন (৪০)। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসিনা খাতুনকে থানায় নিয়ে আসে। হত্যাকান্ডের খবর পেয়ে রাতেই সিনিয়র সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ, ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান, ওসি (তদন্ত) জিএম ইমাদদুল হক ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলামিনের মা হাসিনা খাতুনের বরাত দিয়ে দামুড়হুদা মডেলথানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, রাত ১১টার দিকে হাসিনা খাতুন প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হন। এসময় তিন ব্যক্তি বাড়ির মধ্যে ঢুকে ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা শিশু আলামিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এদের মধ্যে জহুরুল ও ইব্রাহিমকে চিনতে পারে বলে দাবী করেন হাসিনা খাতুন।
পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই শিশুরলাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/৯ জুন, ২০১৭/ওয়াসিফ