ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সদর উপজেলা থেকে ১২, শৈলকুপা থেকে ছয়, হরিণাকুন্ডু থেকে ১০, কালীগঞ্জ থেকে ১২, মহেশপুর থেকে ১৪ ও কোটচাঁদপুর থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। কোটচাঁদপুরে গ্রেফতার করা আটজনের মধ্যে জামায়াত-শিবিরের দুই কর্মী রয়েছে।
অভিযানে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/এনায়েত করিম