ঝালকাঠির নলছিটি থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৮। আজ শুক্রবার বেলা ১১টার দিকে র্যাবের পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়।
আটকেরা হলেন-কক্সবাজার জেলার সদর থানার রিং রোড মোহুরী পাড়ার মো. নাজিমউদ্দীন নাজু (৫২) ও পটুয়াখালীর বাউফল থানার বানাজোড়া এলাকার আ. হালিম (৪৮)।
ই-মেইল বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার দিনগত রাতে নলছিটি থানার তিমিরকাঠির দপদপিয়া জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে অভিযান চালায় র্যাব-৮ এর সদস্যরা।
অভিযানের সময় নাজিমউদ্দীনের কাছ থেকে ১ হাজার ২শ’ পিস এবং হালিমের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/এনায়েত করিম