সাভারে আল আমিন নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে গিয়ে এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইসমাইল নামের (৩৩) একজন নিহত হন। শুক্রবার ভোর রাতে সাভারে বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন শ্যামপুর এলাকার সহিদুল মিয়ার ছেলে ও ফুল ব্যবসায়ী ছিলেন।
এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভারের ভবানীপুর এলাকার শীর্ষসন্ত্রাসী আল আমিন ভবানীপুর এলাকায় তার বাগান বাড়িতে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া পুলিশফাড়ির ইনচার্য এস আই তরিকুলের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালালে আল আমিনের সহযোগীরা পুলিশের উপর হামলা করে।
এই ঘটনার সাভার মডেল থানার ৪ জন পুলিশ আহত হন। তারা হলেন বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্য এস আই তারিকুল, এ এস আই মহসিন আহম্মদ, কনস্টেবল বাবুল মিয়া ও কনস্টেবল শামিম হোসেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শীর্ষসন্ত্রাসী আল আমিনের বিরুযদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, অপহরন, ছিনতাই, মাদকব্যবসা, জমিদখল, পুলিশের উপর হামলাসহ প্রায় ১৭টি মামলা রয়েছে। আল আমিনকে গ্রেফতার করতে গেলে তার সহযোগী, পরিবার ও স্থানীয়রা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এসময় একজন গুলিবিদ্ধ হলে হাসপাতালে সে মারা যায়।
এছাড়া এ প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইসমাইল হোসেনের মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৯ জুন, ২০১৭/ওয়াসিফ