নওগাঁর পোরশায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল সায়েদ (৫৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একরাম হোসেন নামে একজন গুরতর আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সায়েদ উপজেলার শরিয়ালা গ্রামের মৃত ওয়াহেদ আলী ভাদুর ছেলে।
পোরশা থানার ওসি মোসাব্বেরুল হক জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল সায়েদ ও তার সহপাঠি মোটরসাইকেলযোগে শিশা বাজারে যাওয়ার পথে ভবানীপুর-শরিয়ালা রাস্তার নাকু শাহের বাগানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সায়েদ মারা যায়। এছাড়া গুরুতর আহত একরামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল