টাঙ্গাইলে নব-নির্বাচিত বিএনপির কমিটিকে অযোগ্য, অপরিপক্য ও বর্তমান আওয়ামী সরকারের এজেন্ট দ্বারা গঠিত কমিটি দাবি করে আন্দোলন করছে বিএনপির একাংশ। শুক্রবার সকালে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা।
সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে খন্ড খন্ড মিছিল একত্র হয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডের হাবিবুর রহমান প্লাজার সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, নব-গঠিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামিল শাহিন প্রমুখ।
মিছিল ও সমাবেশ শেষে শনিবার নবগঠিত জেলা বিএনপির’র দেয়া ইফতার পার্টি স্থল সিলমি পার্টি সেন্টার ঘেরাও করে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ উপস্থিত হলে সিনিয়র নেতাদের নির্দেশে সকলে স্থান ত্যাগ করে। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগি সংগঠনের একাংশ উপস্থিত ছিলেন।
উদ্ভুত পরিস্থিতিতে নবগঠিত জেলা বিএনপি বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। শনিবার নবগঠিত জেলা বিএনপির ইফতার পার্টি ঠেকাতে বিএনপির অপর গ্রুপটি বিভিন্ন কর্মসূচি নেয়ায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল