ঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ এলাকা থেকে ৬ জুয়ারুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ৬ জনকে আটক করা হয়। এরা হলেন, জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইকবাল, টিটু, আবুল কালাম, যুবলীগ নেতা নাসিরুল, তৈয়বুর ও মহেন।
পুলিশ জানায়, সদর উপজেলা জামালপুর এলাকায় যুবলীগের একটি চক্র দীর্ঘদিন ধরে জুয়ার কার্যক্রম চালিয়ে আসছিল। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আস্তানা থেকে ৬ জন যুবলীগের নেতাকে আটক করে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ডিবি পুলিশের উপ-পরিদর্শক নূর আলমের নেতৃত্বে শিবগঞ্জ এলাকা থেকে ৬ জুয়ারুকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৭/হিমেল